শিলিগুড়ি , ৩ মে : শিলিগুড়ির ফুলবাড়ীর জিয়াগঞ্জ এর একটি পেট্রোল পাম্প থেকে গ্রেপ্তার মহ: আকবর আলি । গত শুক্রবার রাতে ফুলবাড়ীর জিয়াগঞ্জের পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে পেট্রোল পাম্পের এক মহিলা কর্মীকে শারীরিক নির্যাতন ও মারধর এর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ।
নিজেকে শাসকদলের নেতা পরিচয় দেওয়া , নিজেকে হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া সেক্রেটারি পরিচয় দেওয়া ও নিজেকে মাইনরিটি সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি পরিচয় দেওয়া ওই অভিযুক্ত শুক্রবার রাতে ফুলবাড়ির ওই পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে গিয়ে পেট্রোল পাম্পের মহিলা কর্মীর সঙ্গে প্রথমে তর্কে জড়িয়ে পড়ে । বিগত সময় নিজেকে তৃনমূল নেতার পরিচয় দিয়ে ২ হাজার টাকার পেট্রোল বাকি নেয় । সেই টাকা না দিয়ে আবার ওই পাম্পেই বাকিতে তেল ভরতে চাইলে সেখানে থাকা এক মহিলা কর্মী তা দিতে অস্বীকার করলে মহিলাকে সপাটে থাপ্পর মারে ওই অভিযুক্ত । শুধু তাই নয় ,মহিলার শ্লীলতাহানি ও করে ওই অভিযুক্ত ।
মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে মহম্মদ আকবর আলীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।
ধৃত মহম্মদ আকবর আলী অবশ্য মহিলাকে মারধরের কথা স্বীকার করেছে ।
অন্যদিকে জলপাইগুড়ি মাইনরিটি সেলের সভাপতি মিজানুর রহমান জানান , অভিযুক্ত আকবর আলী মানসিক রোগী | দলের সঙ্গে যুক্ত নয় সে |
ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ।