May 9, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Information : তথ্য পাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার আফগানি নাগরিক ! জামিন মঞ্জুর আদালতের

শিলিগুড়ি , ৩ মে : সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার এক । সেনার সন্দেহ তথ্য পাচারে যুক্ত থাকতে পারে অভিযুক্ত ।
ধৃতের নাম আসিয়া খান ।‌ ধৃত আফগানি হলেও বর্তমানে ভারতের বাসিন্দা বলেই জানা গিয়েছে । ধৃতের পরিবার আফগানি হলেও ধৃত থাকত ভারতেই এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে সেনা এবং মাটিগাড়া থানার পুলিশ।

অসমের চিরাং জেলার বিজনীতে বাড়ি ধৃতের । তবে ধৃত বেশ কিছুদিন ধরে শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার মেডিকেল মোড়ে ঘর ভাড়া নিয়ে থাকছিল বলে তদন্তে জানতে পেরেছে সেনা এবং মাটিগাড়া থানার পুলিশ । মাটিগাড়া থানার পুলিশ সূত্রে খবর ধৃত সুদের কারবার করত । অপরদিকে সেনা সূত্রের খবর গতকাল রাতে মাটিগাড়ার সেনাবাহিনীর ছাউনি 33crops এর ট্যাংক চক গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে ধৃত । এরপরেই তাকে আটক করে সেনাবাহিনী । এরপর তাকে তুলে দেওয়া হয় মাটিগাড়া থানার পুলিশের হাতে । দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করার পর মাটিগাড়া থানার পুলিশের হাতে তুলে দেয় সেনাবাহিনী ।


সেনাবাহিনীর সন্দেহ যুদ্ধ পরিস্থিতিতে তথ্য পাচার এর কাজে যুক্ত থাকতে পারে ধৃত । আর সেই কারণেই তাকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের হাতে তুলে দেওয়া হয় । সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা এবং সেনা ক্যাম্পের পাশে ঘোরাঘুরির অভিযোগে তাকে আটক করে সেনা । সন্দেহজনক আচরণের জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে । তবে ধৃতের ভারতীয় সমস্ত নথি রয়েছে বলেই জানিয়েছে মাটিগাড়া থানার পুলিশ ।

কিন্তু সে কেন সেনাবাহিনী এলাকাতে ঢোকার চেষ্টা করছিল তার তদন্তে সেনা এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে মাটিগাড়া থানার পুলিশ । আদালত ধৃতের জামিন মঞ্জুর করেছে |

মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে , জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে , সেনা ছাউনি এলাকার বেশ কয়েকজন তার থেকে লোন নিয়েছিল | সেই টাকা সংগ্রহের জন্যই সে সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা করছিল বলেই জানিয়েছে ধৃত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *