শিলিগুড়ি , ২৯ এপ্রিল : একজন বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরার কাছে সন্ন্যাসী চা বাগানের কাছে । টিপু নদীর ব্রিজে ওই বাসটি অবশেষে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে । চালকের প্রাণপণ চেষ্টার জন্য অল্পের জন্য বেঁচে যান বাসের সকল যাত্রীরা ।
শিলিগুড়ি থেকে নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি যাবার পথে বাসটি যখন সন্ন্যাসী চা বাগানের কাছে টিপু নদী পার হচ্ছিল , তখন হঠাৎ একটি বাইক বাসের সামনে চলে আসে । এই সময় বাসের চালক বাইকটিকে বাঁচানোর চেষ্টা করলে বাসটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হন | বাকি যাত্রীরা নিরাপদে আছেন |
যখন এই দুর্ঘটনা ঘটে তখন বাসে প্রচুর যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন , রেলিংয়ের সঙ্গে সংঘর্ষের কারণে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি । ওই সেতুতে রেলিং না থাকলে বাসটি নদীতে পড়ে যেতে পারত এবং বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল ।