April 26, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ গ্রেপ্তার যুবক

শিলিগুড়ি , ২৬ এপ্রিল : শিলিগুড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ । শিলিগুড়ির পি এন টি মোড় এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করল শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং ।

ধৃতের নাম মহম্মদ বাপ্পা । ধৃতদের বাড়ি প্রাণ কৃষ্ণ কলোনী এলাকায় । গতকাল রাতেই শিলিগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে মহম্মদ বাপ্পা একটি আগ্নেয়াস্ত্র নিয়ে পিএনটি মোড় এলাকায় ঘোরাঘুরি করছে । গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং। অভিযানে মিলে যায় সাফল্য । মহম্মদ বাপ্পার হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ ।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ছিনতাই এর উদ্দেশ্যেই ঘোরাঘুরি করছিল ধৃত । তবে অভিযুক্ত এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কোথা থেকে সংগ্রহ করেছিল তা জানতে
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করল শিলিগুড়ি থানার পুলিশ । আজ মহম্মদ বাপ্পাকে শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানা পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *