শিলিগুড়ি , ১ এপ্রিল : বিরিয়ানির মাংসে কিলবিল করছে পোকা বিষয়টি জানতে পেরেই ক্ষোভের সঞ্চার হয় গ্রাহকদের মধ্যে | এনজেপি থানার পুলিশ এসে আটক করে ৫ অভিযুক্তকে । আজ ভারত সরকারের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা ওই দোকানে যান | দোকান খুলে দোকানে থাকা সমস্ত সামগ্রী খতিয়ে দেখেন |
পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের লেকটাউনের একটি বিরিয়ানীর (হাজী) দোকানে স্বল্প মূল্য বিক্রি হয় বিরিয়ানী ।
এক ক্রেতা রাতে বেশ কয়েক প্যাকেট মটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যান । পরবর্তীতে পরিবারের সদস্যরা সেটা খেতে গেলে তাদের নজরে পরে মাংসে পোকা ।
বিষয়টি জানাজানি হতেই ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় ও ক্রেতাদের মধ্যে । এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ গিয়ে দোকানের ৫ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে।
মঙ্গলবার ফের বিষয়টি নিয়ে তদারকিতে আসেন ভারত সরকারের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা । এদিন এনজেপি থানার পুলিশের সহযোগিতায় লেকটাউনের সেই বিরিয়ানির দোকানে পৌঁছান তারা । দোকান খুলে দোকানে থাকা সমস্ত সামগ্রী খতিয়ে দেখে সেখান থেকে নমুনা সংগ্রহ করেন খাদ্য দপ্তরের কর্মীরা । সমস্ত বিষয় খতিয়ে দেখার পরেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানা গেছে খাদ্য দপ্তর সূত্রে ।