শিলিগুড়ি , ১১ মার্চ : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ । গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ির ৩০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়া পাইপলাইন এলাকায় ১০ থেকে ১২ জন দুষ্কৃতী শহরে অপরাধের ঘটনা সংঘটিত করতে জড়ো হয়েছে ।
অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ । অভিযানে চার জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শিলিগুড়ি থানার পুলিশ । তবে বাকিরা পুলিশের অভিযানের আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় । তবে ধৃত চার জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের নাম-ঠিকানা জোগাড় করে তাদের খোঁজে চলছে তল্লাশি চলছে ।
অপরদিকে ধৃত চারজনকে আজ শিলিগুড়ি মহাকুমা আদালতে পেশ করা হয় । শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম বিশাল হালদার , বাবাই কর্মকার , দ্বীপ ছেত্রী এবং স্বপন রায়। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম।