March 12, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : ভাড়া খোঁজার নাম করে বহুতলে ঢুকে চুরি , গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ৭ মার্চ : ভাড়া খোঁজার নাম করে বহুতলে ঢুকে ১২ ভরি সোনা চুরি করে পালায় এক দুষ্কৃতী । বাইকে করে এসে মাথায় হেলমেট পড়েই বহুতলে ঢুকে চুরির ঘটনা ঘটিয়েছিল মূল অভিযুক্ত নবনীত কুমার গুপ্তা । ঘটনাটি ঘটেছিল গত মাসের ২৬ তারিখে ।

গৃহকর্তা প্রধান নগর পুলিশের দ্বারস্থ হলে তদন্তে নামে অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ । সিসিটিভি ফুটেজকে কাজে লাগিয়ে চিহ্নিত করা হয় অভিযুক্ত বাইক চালক নবনীত কুমার গুপ্তাকে । নবনীত কে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে আরও এক অভিযুক্তের নাম , যার কাছে চুরি করা সোনা বিক্রি করেছিল মূল অভিযুক্ত নবনীত ।

বীরপাড়ার চৌপথি এলাকার বিজয় কুমার শাহের কাছে ওই সোনা বিক্রি করা হয়েছিল । প্রধাননগর পুলিশ বীরপাড়া গিয়ে অন্য অভিযুক্ত বিজয় কুমার শাহকে গ্রেপ্তার করে । ধৃত দু’জনের কাছ থেকে চুরি যাওয়া সোনার অলংকার উদ্ধার করেছে পুলিশ । বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে । আদালতে পেশ করা হয় ধৃত দু’জনকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *