March 12, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : খড়ের গাদায় আগুন , চাঞ্চল্য

শিলিগুড়ি , ৬ মার্চ : শিলিগুড়ির ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর গোয়ালা বস্তিতে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । স্থানীয়দের মতে , একটি খড়ের গাদায় প্রথমে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি , আগুনের শিখা এবং কালো ধোঁয়া দেখতে পেয়েই তারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগ ও নিউ জলপাইগুড়ি থানায়।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং পুলিশ বাহিনী । পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পরে আরও একটি দমকল ইঞ্জিন আনা হয় । প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *