March 12, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : পর পর চারটি গাড়ির কাঁচ ভেঙে চুরি

শিলিগুড়ি , ৪ মার্চ : একই রাতে ফুলবাড়িতে চার চারটি গাড়ির কাঁচ ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য । বাড়ির সামনে দাঁড়িয়ে রাখা মালবোঝাই গাড়ির দরজার কাঁচ ভেঙে দুষ্কৃতিরা চুরি করে পালায় । মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকায় ।

গতকাল রাতে গাড়ি গুলি বিভিন্ন জায়গা থেকে মাল বোঝাই করে ফুলবাড়ির মার্ডার মোড় সংলগ্ন পশ্চিম ধনতলা এলাকায় পার্ক করে রাখে । আজ সকালে গাড়ির মালিক রাজকুমার সিং গাড়ির কাছে যেতেই দেখেন কাঁচ ভাঙা । একইভাবে পাশাপাশি থাকা চার চারটি গাড়ি থেকে চুরির ঘটনা ঘটে ।

একটি গাড়ি থেকে নগদ কুড়ি হাজার টাকা চুরি হয় । ওপর গাড়িগুলি থেকে নগদ কয়েক হাজার টাকা সহ গাড়ির কাগজপত্র ও টায়ার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতি রা।

একই রাতে চারটি গাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য । এলাকায় পুলিশি টহলদারির দাবী জানিয়েছেন বাসিন্দারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *