শিলিগুড়ি , ৫ মার্চ : নাবালিকাকে ধর্ষণের ন’মাসের মধ্যে সাজা ঘোষণা করল আদালত ৷ দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত ৷ বুধবার এই সাজা ঘোষণা করেছেন জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক রিন্টু সুর ।
সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, বিচারক সাজাপ্রাপ্ত বৃদ্ধকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ৷ অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন । পাশাপাশি ওই নাবালিকাকে ৪ লক্ষ টাকা সাহায্য করার জন্য ডিস্ট্রিক লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন ।
সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত আরও জানান, ঘটনাটি ঘটেছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানা এলাকায় । ২০২৪ সালের ১২জুনের ঘটনা । নির্যাতিতার মা ভক্তিনগর থানায় এসে অভিযোগ করেন । পুলিশের কাছে তিনি জানান, জুনের শুরুতে একদিন মেয়ে বাড়িতে একা ছিল ৷ তার শাশুড়ি গরু নিয়ে মাঠে গিয়েছিলেন । সেই সময় প্রতিবেশী এক বৃদ্ধ তার নাবালিকা মেয়েকে ডেকে নিয়ে যায় ৷ তারপর একটি গলির মধ্যে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ।
ওই মহিলার আরও অভিযোগ, তার মেয়েকে ওই বৃদ্ধ ভয়ও দেখায় ৷ যাতে কাউকে এই নিয়ে কিছু না বলে ৷ ফের তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ওই বৃদ্ধ ৷ সেই সময় স্থানীয় একটি নির্মীয়মান বাড়িতে এই ঘটনা ঘটানোর চেষ্টা করেন ওই বৃদ্ধ ৷
এরপর মেয়েটি তার মাকে বিষয়টি খুলে বলে । এরপরেই নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেন । তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ৷ নভেম্বর মাসে চার্জশিট দেওয়া হয় । অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় ।
পকসো আইনের চারটি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় ৷ এই মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় । চার্জ গঠন হওয়ার তিন মাসের মধ্যে সাজা ঘোষণা হল । এদিন সাজাপ্রাপ্ত আসামি বলেন, ‘‘আমার কিছুই বলার নেই ।’’
অপরাধ
Court : নাবালিকাকে ধর্ষণের ন’মাসের মধ্যে সাজা ঘোষণা
- by Soumi Chakraborty
- March 5, 2025
- 0 Comments
- Less than a minute
- 92 Views
- 1 week ago
