শিলিগুড়ি , ৩ মার্চ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সম্মেলনকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় । ওই ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয় বাম ছাত্র সংগঠন ও এআইডিএসও ।
সোমবার দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে বনধের সমর্থনে পিকেটিং করে বিক্ষোভ দেখায় এসএফআইয়ের কর্মী সমর্থকরা । আর সেই সময় প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা । এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । প্রথমে দু’পক্ষ বচসায় জড়ায় । তারপরেই দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। টিএমসিপির কর্মী সমর্থকদের হাতে আহত হয় বেশ কয়েকজন এসএফআই কর্মী । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।