শিলিগুড়ি , ২৭ ফেব্রুয়ারী : স্কুল শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু | স্কুল ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ | মৃতের নাম অভিজিৎ নাথ | তিনি ধূপগুড়ির বাসিন্দা ছিলেন | অভিজিৎ নাথ কম্পিউটার শিক্ষক ছিলেন | তার দেহ উদ্ধার করে পুলিশ শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় |
গতকাল স্কুল বন্ধের পর আজ যখন স্কুল শুরু হয় সেই সময় কম্পিউটার শিক্ষক অভিজিৎ নাথের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে | খবর পেয়ে স্কুলে আসেন মাতঙ্গিনী শিশু নিকেতনের কর্ণধার সঞ্জীব কুমার দাস ।
খবর দেওয়া হয় আশিঘড় ফাঁড়ির পুলিশকে । পুলিশ এসে সব বিবরণ নেবার পর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ।
সঞ্জীব কুমার দাস জানান , সে ধূপগুড়ির বাসিন্দা । প্রতি শুক্রবার একদিন করে স্কুলে কম্পিউটার ক্লাস করাতে আসতেন এবং চলে যেতেন । কিন্তু মাঝে মাঝে স্কুলে পরিবারকে নিয়ে থেকেও যেতেন । সঞ্জীব কুমার দাস আরও জানান গতকাল স্কুল বন্ধ ছিল | কোন কারণে অভিজিৎ নাথ শিলিগুড়ি এসেছিলেন। থাকবার জন্য তার কাছ থেকে স্কুলের চাবি নিয়ে আসেন ।
আজ যখন স্কুল খোলা হয় তখন এই ঘটনা চোখে পড়ে । তার কাছ থেকে একটি সুইসাইড নোট ও পাওয়া যায় । যা তদন্তের জন্য পুলিশ সিজিড করেছে | পরিবারের সঙ্গে অনেকবার যোগাযোগ করবার চেষ্টা করা হয়েছে কিন্তু ফোনে পাওয়া যায়নি বলে ও জানান সঞ্জীব বাবু |