শিলিগুড়ি , ২৫ ফেব্রুয়ারী : চুরির ঘটনা ঘটল নিউ জলপাইগুড়ি থানা এলাকার চুনাভাটিতে একটি কালীমন্দিরে । মন্দিরের মায়ের মূর্তির কপালে লাগানো সোনার টিপ ও টিকলি সহ দানবাক্সে থাকা কয়েক হাজার টাকা এবং মন্দিরের ভিতরে থাকা বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা ।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় । সাকম্বরী চন্ডী মায়ের মন্দিরটি অবস্থিত ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি মোড় সংলগ্ন ঠিক এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে । আর সেই মায়ের মন্দিরেই গতকাল রাতে চুরির ঘটনা ঘটে । ওই মন্দিরের পুরোহিত সকালে উঠে মন্দিরের সামনে যেতেই দেখেন মন্দিরের গ্রিলের একটি অংশ ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে ।
এরপরে ভিতরে দেখতে পান মন্দিরে দানপত্র সহ মায়ের সোনা অলংকার চুরি গিয়েছে । তড়িঘড়ি খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে । পুলিশ এসে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ।