শিলিগুড়ি , ১৭ ফেব্রুয়ারী : কুখ্যাত অপরাধী কমল বর্মনকে গ্রেপ্তার করল আশিঘর আউটপোস্টের পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত কমল বর্মন গত ১৫ তারিখ আশিঘর এলাকায় একটি মুদির দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্ত । পুলিশ তাকে খুঁজছিল ।
গতকাল রাতে নরেশ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশিঘর আউটপোস্টের পুলিশ । ধৃত ছোট ফাপরি এলাকার বাসিন্দা ।
গতকাল রাতে নরেশ মোড় এলাকাতে চুরি করতে গিয়েছিল সে । গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আশিঘর আউটপোস্টের পুলিশ । ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু সরঞ্জাম । ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠায় ভক্তিনগর থানার পুলিশ ।
ধৃতকে রিমান্ডে নিয়ে আশিঘর এলাকায় আরও বেশ কিছু চুরির কিনার করতে চাইছে আশিঘর আউটপোষ্টের পুলিশ ।