শিলিগুড়ি , ১৬ ফেব্রুয়ারী : ফের চুরি শিলিগুড়ির আশিঘর ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় এলাকায় | একটি মুদিখানা দোকানে টিনের চাল কেটে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল ।
গতকাল রাত ১১ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি যান দোকানের মালিক । আজ সকালে দোকান খুলে দেখতে পান ক্যাশ বাক্স ভাঙ্গা অবস্থা পড়ে রয়েছে । এরপর দোকানের মালিক খবর দেন ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশকে । খবর পেয়ে আসে পুলিশ । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ।
এদিকে ভক্তিনগর থানার এলাকায় গত কয়েকদিন ধরে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলছে । তবে আজ ফের চুরির ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে এলাকার মানুষের । দোকানের মালিক জানান পেমেন্ট দেওয়ার জন্য ব্যাঙ্কের থেকে টাকা তোলা হয়েছিল এবং কিছু ক্যাশ রাখা ছিল গোপন চেম্বারে । তবে হয়তো চোরের দল তাদের নজরে রাখছিল | নয়তো কিভাবে জানবে তাদের টাকা কোথায় রাখা হত ।