March 12, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Rail Police : প্রচুর পরিমান নেশার সামগ্রী সহ গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ১৬ ফেব্রুয়ারী : নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপির অভিযান । উদ্ধার প্রচুর পরিমান মদ এবং নেশার জন্য ব্যবহারকারী ওষুধ ।
দুটি ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে জিআরপি ।

জিআরপি সূত্রে জানা গিয়েছে , বিহারের দানাপুর এর বাসিন্দা মহম্মদ মনু ছয় কার্টন মদ নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে অপেক্ষা করছিল ।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মহম্মদ মনুকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে একশ বোতল মদ বাজেয়াপ্ত করে জিআরপি ।


অপরদিকে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তিন ব্যাগ কাফ সিরাপ বাজেয়াপ্ত করে রেল পুলিশ | প্রায় ৫০০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত হয় । নিউ জলপাইগুড়ি স্টেশনের ফুট ওভার ব্রিজের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা বিশাল ওঁরাও এর হেফাজত থেকে ওই কাফ সিরাপ উদ্ধার হয় ।
ধৃত বিশাল জলপাইগুড়ি জেলার মোহিতনগরের বাসিন্দা । গৌহাটি এক্সপ্রেস ট্রেনে ওই মাদক পাচারের ছক ছিল তার । ধৃত দু’জনকেই আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *