March 12, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

India : শ্রদ্ধায় স্মরণ পুলওয়ামা শহীদদের

শিলিগুড়ি , ১৪ ফেব্রুয়ারী : জম্মু-কাশ্মীরে পুলওয়ামা হামলার ছয় বছর অতিক্রান্ত। ভালোবাসা দিবসে শহীদ হয়েছিলেন ৪০ জন জওয়ান । তাদের স্মরণে প্রেম দিবসেও ব্ল্যাক ডে উদযাপন করে ভারতবাসী ।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারী নিরাপত্তা কর্মীদের নিয়ে একটি কনভয় যাচ্ছিল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার জাতীয় সড়ক ধরে । লেথোপোড়া পার করার সময় জম্মু শ্রীনগর জাতীয় সড়কে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয় । এই হামলার ফলে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল (সিআরপিএফ) কর্মী এবং আক্রমণকারী মারা গিয়েছিলেন । ভালোবাসা দিবসে মারাত্মক দুঃখজনক ঘটনা ঘটে ৬ বছর আগে । সেই ঘটনার স্মরনে বার্ষিকীতে ব্ল্যাক ডে উদযাপন করেন দেশের নাগরিকরা।

শিলিগুড়ির বেশকিছু ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় জড়ো হয়ে সেই চল্লিশ জন শহীদ বীর জওয়ানদের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং তাদের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।

এছাড়াও এইদিন পথ চলতি মানুষদের হাতে কালো ফিতে বেঁধে দেওয়ার পাশাপাশি তাদের হাতে মোট ৪০-টি চারা গাছ তুলে দেন সংগঠনের সদস্যরা । এদিন এই বিষয়ে শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি সায়ন্তনী ঘোষ বলেন , আজকের দিনটি সকলের কাছে ভ্যালেন্টাইন্স ডে হলেও এই দিনটি দেশের জন্য কালো দিবস। তাই এই দিনটি কখনো ভুলে গেলে চলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *