March 12, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Police : মাদক কারবারে বাড়বাড়ন্ত রুখতে বৈঠক

শিলিগুড়ি , ১২ ফেব্রুয়ারী : উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুলিশের পুলিশ সুপার আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন রাজ্য পুলিসের এসটিএফের এডিজি বিনীত গোয়েল ।

এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সভাকক্ষে আইজি (এডিজি) নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব , শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর , এসটিএফের আইজি গৌরব শর্মা , জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি নিম্বলকর সান্তোষ উত্তমরাও , ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর ,ডিসিপি রাকেশ সিং , রেলের SRP কুনওয়ার ভূষণ সিং , STF SP অপরাজিতা রায় সহ একাধিক পুলিশের আধিকারিক উপিস্থিত ছিলেন ।

এছাড়াও জলপাইগুড়ি , দার্জিলিং , কালিম্পং , কোচবিহার , রায়গঞ্জ জেলার একাধিক পুলিশ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন । বৈঠক সূত্রে জানা গিয়েছে , মূলত উত্তরবঙ্গে মাদক কারবারের বাড়বাড়ন্ত রুখতে এদিনের বৈঠক সম্পন্ন হয়েছে । উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকদের একাধিক নির্দেশ দিয়েছেন এডিজি বিনীত গোয়েল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *