শিলিগুড়ি , ১০ ফেব্রুয়ারী : পরীক্ষা শেষেই হাতে মিলল চকলেট ও গোলাপ ফুল | শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে শিলিগুড়ি থানার অন্তর্গত শহর শিলিগুড়িতে এমনই উদ্যোগ গ্রহণ করা হল ।
সোমবার ছিল এ বছরের প্রথম মাধ্যমিক পরীক্ষা । বাংলা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হল ২০২৫ এর মাধ্যমিক । একদিকে যেমন ছিল পুলিশ নিরাপত্তা ঠিক অপরদিকে ছিল প্রশ্ন ফাঁস রুখতে পর্ষদের তরফে নানান পদক্ষেপ।
সোমবার সকাল থেকেই শিলিগুড়ি ৩৬টি পরীক্ষা কেন্দ্রে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা।দিন শেষে সুস্থভাবে সম্পন্ন হল মাধ্যমিকের প্রথম বাংলা পরীক্ষা । পরীক্ষা শেষে এদিন শিলিগুড়ি নীলনলিনি স্কুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট গোলাপ বিতরণ করা হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের ।
এদিন শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস , ACP এবং ডিসিপি (পূর্ব) রাকেশ সিং নিজে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন । মাধ্যমিকের প্রথম বাংলা পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন হলে শুভেচ্ছা জানান পরীক্ষার্থীদের।