February 4, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Medical : প্রসূতি বিভাগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

শিলিগুড়ি , ৪ ফেব্রুয়ারী : প্রসূতি বিভাগে বড়সড় অনিয়মের অভিযোগ ও বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । হাসপাতাল কর্তৃপক্ষর তৈরি করা রোস্টার মানছে না অস্থায়ী কর্মীদের একাংশ বলে অভিযোগ । শুধু তাই নয় । প্রসূতি বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করে আসা অস্থায়ী কর্মীরা রোগীর পরিজনদের থেকে নানা অজুহাতে টাকার দাবি করছে এমন অভিযোগে ও সরব হন বিক্ষোভকারীর ।

তোলাবাজি ও রোস্টার না মানার কারণে অস্থায়ী কর্মীদের বিরুদ্ধে সরব হয়ে হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় হাসপাতালেরই অস্থায়ী কর্মীদের আরও একটি অংশ । সুপারকে ওই বিষয়ে স্মারকলিপি দিতে গেলে একপ্রকার বচসা বেঁধে যায় দু’পক্ষের মধ্যে । তবে এসবের মাঝেই রোস্টার যে দীর্ঘদিন ধরে কাজ করে আসা অস্থায়ী কর্মীরা মানছে না তা একপ্রকার স্বীকার করে নিয়েছেন হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিকক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *