শিলিগুড়ি , ২৪ জানুয়ারী : নিউ জলপাইগুড়ি থানা পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশী । সেই বাংলাদেশী নাগরিককে চোরাপথে এদেশে আসতে সাহায্য করে ভারতের এক নাগরিক । পলাতক আরও এক ।
ধৃত বাংলাদেশী নাগরিকের নাম আতাউর রহমা ন। সেদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা আতাউর । গতকাল সকালে হলদিবাড়ির মানিকগঞ্জ থেকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ যাওয়ার জন্য রওনা দেয় আতাউর । এর আগে কালিয়াগঞ্জের বাসিন্দা আতাউরের আত্মীয় ফেরদৌস আলম আতাউরকে আনতে হলদিবাড়ি যায় । এরপর সেখান থেকে একটি ছোট চার চাকা গাড়িতে করে কালিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় তারা ।
বিকেলে গাড়িটি ফুলবাড়ির আমায় দিঘির কাছে আসতেই পুলিশ সেটিকে আটক করে । জিজ্ঞাসাবাদ করতেই রহস্যের পর্দা ফাঁস হয় । এরপর ফেরদৌস ও আতাউরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ । যদিও এর আগেই বিপুল অধিকারী নামের অন্য একজন পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় ।
বিপুল হলদিবাড়ির বাসিন্দা । বিপুলের সহযোগিতায় আতাউর ভারতে আসে বলে পুলিশ জানতে পেরেছে । এর পরের কাজ ছিল ফেরদৌসের । ভারতে গা ঢাকা দিয়ে থাকার জন্যই আতাউর এদেশে এসেছে বলে পুলিশ জানতে পেরেছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।