শিলিগুড়ি , ২৩ জানুয়ারী : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের অভিযানে চারটি টোটো উদ্ধার হয় , ৩ অভিযুক্ত গ্রেপ্তার । নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে , ৩ ডিসেম্বর অবিনাশ মণ্ডল নামে এক ব্যক্তির একটি টোটো চুরি হয়েছিল । নিউ জলপাইগুড়ি থানায় টোটো চুরির অভিযোগ দায়ের করার পরে , অ্যান্টি ক্রাইম উইং পুলিশ তদন্ত শুরু করে । বিভিন্ন সূত্র ব্যবহার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গত ৭ তারিখ গৌতম রায় নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ।
গৌতমের হেফাজত থেকে একটি টোটো উদ্ধার করা হয় । এরপর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও এক অভিযুক্তের নাম জানতে পারে তার নাম মহম্মদ পাপ্পু । ১৯ তারিখ পাপ্পুকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ ।
যদিও নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম শাখা পাপ্পুর হেফাজত থেকে কোনও টোটো উদ্ধার করতে পারেনি। জিজ্ঞাসাবাদে পাপ্পু পুলিশকে জানিয়েছে যে গৌতম এই টোটো চুরি অভিযানের মূল পান্ডা। গৌতম টোটোটি চুরি করে পাপ্পুকে দেয় এবং পাপ্পু টোটোটি ধনেশের হেফাজতে জমা দেয় ।
এরপর নিউ জলপাইগুড়ি থানা পুলিশ পাপ্পুকে রিমান্ডে নেয়। এরপর ধনেশের খোঁজে নামে নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম শাখা।
২১ তারিখ ধনেশ ধরা পড়ে পুলিশের জালে । ধনেশের হেফাজত থেকে তিনটি চোরাই টোটো উদ্ধার করা হয়েছে ।
রিমান্ড শেষে আজ পাপ্পুকে জলপাইগুড়ি আদালতে তোলে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ । অন্যদিকে ধনেশ ২৭ তারিখ পর্যন্ত রিমান্ডে রয়েছে ।
এখনও পর্যন্ত নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এই তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে এবং চারটি টোটো উদ্ধার করেছে । নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে খবর, ধনেশের কাছে আরও দুটি চোরাই টোটো রয়েছে। নিউ জলপাইগুড়ি থানা পুলিশ ধনেশকে জিজ্ঞাসাবাদ করছে এবং চুরি যাওয়া দুটি টোটো উদ্ধারের চেষ্টা করছে ।
অন্যদিকে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আদালতের নির্দেশ মেনে উদ্ধার হওয়া চারটি টোটো তাদের সঠিক মালিকদের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করছে ।