January 20, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : পার্কিং থেকে চুরি , গ্রেপ্তার অভিযুক্ত টোটো সহ

শিলিগুড়ি , ২০ জানুয়ারী : সিটি সেন্টারের সামনে পার্কিং থেকে একটি টোটো চুরি হয়ে যায় গতকাল | টোটো মালিকের নাম প্রদ্যুৎ কুমার গুপ্তা , বাড়ি ডাবগ্রাম |

শহর থেকে যাত্রী নিয়ে সিটি সেন্টারে সামনে এসেছিলেন তিনি | টোটো কে পার্ক করে টোটো মালিক দোকানে খাবার খেতে গিয়েছিলেন | খেয়ে এসে দেখেন টোটোটি পার্কিং এর জায়গাতে নেই ।

তারপরই সে মাটিগাড়া পুলিশের দ্বারস্থ হন | গতকাল বিকালে চুরি হয় । গতকাল রাত সাড়ে আটটা থেকে ন’টার মধ্যে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ সক্ষম হয় অভিযুক্তকে গ্রেপ্তার করতে | চুরি যাওয়া টোটো সহ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে ।

অভিযুক্তের নাম মহম্মদ তারিকুল | বাড়ি সাউথ আম্বেদকর কলোনি । টোটোটি উদ্ধার হয় বিশ্বাস কলোনির এক গলিতে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *