শিলিগুড়ি , ১১ জানুয়ারী : সিমবক্স নিয়ে নেপাল থেকে ভারতে প্রবেশ এক যুবকের , গ্রেপ্তার খড়িবাড়ি থানা পুলিশের হাতে ।
প্রথমেই জানিয়ে রাখা প্রয়োজন এই সিম বক্সের মাধ্যমে একসঙ্গে একাধিক সিম ব্যবহার করা যায়। পাশাপাশি যে কোন ইন্টারন্যাশনাল কলকে ন্যাশনাল কলে পরিণত করা বা যে কোন ন্যাশনাল কলকে ইন্টারন্যাশনাল কলে পরিবর্তন করে প্রতারণাও করা সম্ভব এই সিম বক্সের মাধ্যমে। অনেক সময় এক দেশের গোপন তথ্য অন্য দেশে পাচার করার জন্যও এই সিম বক্সের ব্যবহার করে থাকে দুষ্কৃতীরা ।
গতকাল খড়িবাড়ি থানা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে এক ব্যক্তি নেপাল থেকে সিমবক্স নিয়ে ভারতে প্রবেশ করেছে । সূত্রের খবর মত অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। অভিযান চালিয়ে একটি চার চাকা গাড়ি সহ একটি সিম বক্স , একাধিক সিম কার্ড সহ আরও একাধিক নথি উদ্ধার করতে সক্ষম হয় খড়িবাড়ি থানার পুলিশ ।
সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা সেই যুবককে | ধৃত সেই যুবকের নাম যাজ্ঞানীধি পাঠক , সে নেপালের বাসিন্দা । আজ ধৃত যুবককে ১৪ দিনের রিমান্ডের আর্জি জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে খড়িবাড়ি থানার পুলিশ । শিলিগুড়ি আদালত ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ।