January 7, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Missing : তিনদিন পরও হদিস নেই আকাশের , থানায় বিক্ষোভ পরিবারের

শিলিগুড়ি , ৩ জানুয়ারী : ফুলবাড়ির বাসিন্দা নিখোঁজ তরুনের হদিস মেলেনি আজও | পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিল পরিবার | নিখোঁজ তরুণের নাম আকাশ দাস | সে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাহীপাড়া-জোড়পাকুড়ির বাসিন্দা । তিনদিন পেরিয়ে গেলে ও পুলিশ আকাশের খোঁজ দিতে ব্যর্থ এই অভিযোগ তুলে থানায় গিয়ে বিক্ষোভ দেখালো আজ আকাশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ।


৩১ ডিসেম্বর রাত সাড়ে সাতটা নাগাদ আকাশ ও তার দুই বন্ধু বাড়ি থেকে বের হয় । গন্ডগোলের খবর পেয়ে বাড়ি থেকে বের হয় এমটাই পরিবারের দাবি ।
১ জানুয়ারী ভোর তিনটে নাগাদ আকাশের দুই বন্ধু বাড়ি ফিরে এসে আকাশের পরিবারকে জানায় যে আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না । বুধবার সকাল এগারোটা নাগাদ নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানায় আকাশের পরিবার। এরপরই এনজেপি থানার পুলিশ তদন্তে নামে ।

প্রথমে আকাশের চার বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় । তাদের দু একজনের কথায় অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।
সেই সূত্র ধরে বৃহস্পতিবার ফুলবাড়ি ক্যানেল রোডে জোড়াপানি নদীতে সকাল থেকে ডুবুরী নামিয়ে তল্লাশি চালানো হয় । তবে বিকেল গড়িয়ে গেলেও খোঁজ মেলেনি আকাশের । কোথায় গেল আকাশ তা বুঝে উঠতে পারছেন না তার পরিবার ও পুলিশ ।


অন্যদিকে তিনদিন পেরিয়ে গেলে ও পুলিশ আকাশের খোঁজ দিতে ব্যর্থ এই অভিযোগ তুলে থানায় গিয়ে বিক্ষোভ দেখালো আজ আকাশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা । তবে এনজেপি থানার আই সি সোনম লামা , পরিবারকে আশ্বাস দিলে আকাশের পরিবার বিক্ষোভ তুলে নেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *