December 23, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Area : রেলের সীমানা প্রাচীর সমস্যায় ফেলছে নাগারিকদের

শিলিগুড়ি , ২৩ ডিসেম্বর : নিজেদের সীমানা নির্ধারন করতে এলাকা জুড়ে প্রাচীর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল । এতেই বিপত্তি এলাকাবাসীর | কারণ ওই সীমানা প্রাচীর তৈরী হলে এলাকায় যাতায়াতের রাস্তা থাকবে না | প্রবেশ করতে পারবে না অ্যাম্বুলেন্স কিংবা দমকল |

আর এই কারণেই ৩২ নম্বর ওয়ার্ডের কাশ্মির কলোনির নাগরিকরা গত শনিবার “টক টু মেয়রে” ফোন করে মেয়রের হস্তক্ষেপ প্রার্থনা করেন |

আজ মেয়র গৌতম দেব ৪ নম্বর বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে সেই রেলের জায়গা পরিদর্শন করেন । সমস্ত দিক খতিয়ে দেখেন তিনি ।

মেয়র জানান , রেল দপ্তর তাদের জায়গার উপর সীমানা প্রাচীর দিচ্ছে সেটা তাদের দপ্তরের বিষয় | তবে তাদের এই সীমানা প্রাচীরে সমস্যায় পরতে হবে স্থানীয় বাসিন্দাদের । তিনি জানান , দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে রেলের সঙ্গে বৈঠক করবে শিলিগুড়ি পুরনিগম । তিনি আশাবাদী আলোচনার মধ্য দিয়েই এই সমস্যার সমাধান হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *