শিলিগুড়ি ,১৯ ডিসেম্বর : অসমে পাচারের আগে গরু,মহিষ সহ গ্রেপ্তার দুই ।
বিহার থেকে অসমে পাচারের আগে গরু মহিষ সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ।
বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ফুলবাড়ি সংলগ্ন আমায়দীঘি এলাকায় একটি তুশ বোঝাই ট্রাককে দাঁড় করিয়ে তল্লাশি চালায় | সে সময় গাড়ির ভেতরে গোপন কেবিন থেকে উদ্ধার হয় মহিষ গরু, বাছুর সহ কুড়িটি গবাদি পশু । পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে ।
মূলত লাইভস্টক পারমিট থাকলেই পশুদের গাড়িটি নেওয়ার অনুমতি থাকে । তবে লাইভস্টক পারমিট ছাড়াই মাঝে মধ্যেই গবাদি পশুদের গাড়িতে উঠিয়ে পাচার করা হয় । তদন্তে পুলিশ ।
অপরাধ
Crime : পাচারের আগে গরু,মহিষ সহ গ্রেপ্তার দুই
- by Soumi Chakraborty
- December 19, 2024
- 0 Comments
- Less than a minute
- 52 Views
- 3 days ago