শিলিগুড়ি , ১৫ ডিসেম্বর : শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে আয়োজিত হল লক্ষ কণ্ঠে গীতা পাঠ । সারা ভারত থেকে প্রায় ১১০০ বিশিষ্ট সন্যাসীরা এই লক্ষ কণ্ঠ গীতা পাঠে অংশগ্রহণ করেন । রবিবার সকাল থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল শহর শিলিগুড়ি । এদিন প্রায় লক্ষাধিক মানুষ এই গীতা পাঠে অংশগ্রহণ করেন । শুধু এ রাজ্য নয় বাইরের বেশ কিছু রাজ্য থেকে ভক্তরা এদিন এই গীতা পাঠে অংশগ্রহণ করেন । যেমন বেনারস , বিহার , উড়িষ্যা সহ পার্শ্ববর্তী রাজ্য সিকিম থেকেও প্রচুর ভক্তদের সমাগম হয় ।
এছাড়াও এদিন কাওয়াখালীর কুরুক্ষেত্র ময়দানে এই গীতা পাঠে উপস্থিত ছিলেন বিজেপির এক ঝাঁক প্রথম সারির নেতা নেতৃত্ব । একদিকে যেমন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতি লক্ষ করা যায়, ঠিক তেমনি অপরদিকে দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা , প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ , অর্জুন সিং , শংকর ঘোষ সহ উত্তরবঙ্গের বিধায়ক ও অন্যান্যরাও এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন ।
এদিন গীতা পাঠ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ , তিনি বলেন আজ কোন বিজেপির সমাবেশ হচ্ছে না বরং হিন্দুদের জাগ্রত করার জন্য এই গীতা পাঠ । যাতে ফের শান্তির পরিবেশ ফিরে আসে সর্বত্র। এছাড়াও এদিন সকল হিন্দুদের একত্রিত হওয়ার বার্তা দেন তিনি।