December 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : নাবালিকাকে ধর্ষণে দোষীর ২০ বছরের জেল

শিলিগুড়ি , ১৪ ডিসেম্বর : এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত | দোষীকে ২০ বছরের জেল হেফাজতের পাশাপাশি ২৫ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক । জরিমানা অনাদায়ে আরও ছ’মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

শিলিগুড়ি সংলগ্ন মধ্য পলাশের বাসিন্দা অভিযুক্ত কিরণ ওরাঁও ২০১৭ সালে চকলেটের প্রলোভন দেখিয়ে ছ’বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে । ঘটনার কথা জানতে পেরে নির্যাতিতা নাবালিকার বাবা-মা থানায় অভিযোগ জানানোর পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । মামলা চলছিল । দু’বছর আগে অভিযুক্ত জামিন পেলেও মামলার প্রক্রিয়া চলছিল । গত বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক । শুক্রবার তার সাজা ঘোষণা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *