শিলিগুড়ি , ১৪ ডিসেম্বর : দেড় কেজি ওজনের বিদেশি সোনার বাট সহ দু’জনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর ।
বাংলাদেশের সীমানা পার করে জেটমোহন বসাক (২৮) ও মহেশ চৌধুরী (৪৫) এই দুজন ১৩টি সোনার বাট নিয়ে কোচবিহার থেকে বিহারের কিশানগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশেষ অভিযানে ধূপগুড়ি টোলগেটের কাছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের হাতে ধরা পরে অভিযুক্তরা । ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ।
সরকারি পক্ষের আইনজীবী রতন বনিক জানান , গাড়ির এয়ার ফিল্টার বক্সে রাখা ছিল সোনার বাট গুলো । বাজেয়াপ্ত হওয়া প্রায় ১ কেজি ৫০০.১৪ গ্রামের সোনার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ১৮ লক্ষ ৮১ হাজার ১৫৩ টাকা ।
–