December 12, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা দেশ

Mitali Express : প্রায় পাঁচ মাস পর ভারতে পৌঁছালো মিতালী এক্সপ্রেস

শিলিগুড়ি , ১১ ডিসেম্বর : দীর্ঘ পাঁচ মাস ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস বাংলাদেশে ছিল । আজ বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা হল মিতালী এক্সপ্রেসকে | বাংলাদেশের ইঞ্জিন মিতালী এক্সপ্রেসকে নিয়ে আসে ভারতে |

খালি কোচ নিয়ে জীর্ণ দশায় ট্রেনটি মঙ্গলবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের গেট অতিক্রম করে ভারতে প্রবেশ করে । বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য ক্যান্টনমেন্ট স্টেশনে পড়ে ছিল ।

সোমবার দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকের ২৪ ঘন্টা অতিক্রম হওয়ার আগেই ভারতে ফিরে এল সেই ট্রেন । বাংলাদেশের ইঞ্জিন ট্রেনটির সব কোচ হলদিবাড়ি স্টেশনে পৌঁছে দিয়ে ফিরে যায় । বর্তমানে হলদিবাড়ি স্টেশনে রয়েছে ট্রেনটি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *