শিলিগুড়ি , ৮ ডিসেম্বর : মাটিগাড়া থানার পুলিশের উদ্যোগে পুলিশ কর্মীদের চোখ পরীক্ষা হল আজ।
অনেক ক্ষেত্রেই শারীরিক নানান সমস্যার পাশাপাশি দেখা যায় চোখের সমস্যা। আর সেই কারণেই সমস্ত পুলিশকর্মী এবং তাদের পরিবারের কথা ভেবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার উদ্যোগে আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির ।
সকাল থেকে মাটিগাড়া থানায় এই চোখ পরীক্ষা শিবিরে পুলিশ কর্মীরা ছাড়াও তাদের পরিবারের লোকজন চোখ পরীক্ষা করান । স্থানীয় বাসিন্দারা ও এদিন উপস্থিত হন শিবিরে | প্রয়োজনে ওষুধ এবং চশমার ব্যবস্থাও নির্দিষ্ট একটি সংস্থার তরফ থেকে সুলভ মূল্যে করা হবে ।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে , স্বাস্থ্য পরীক্ষা শিবির , রক্তদান শিবিরের পাশাপাশি এমন চোখ পরীক্ষা শিবির আগামীতে আয়োজিত হবে ।