শিলিগুড়ি , ২২ অক্টোবর : কালী পূজার আগে কোটি টাকার সোনা সহ গ্রেপ্তার এক ।
কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের শিলিগুড়ি ডিভিশনের আধিকারিকদের বড় সাফল্য । গোপন সূত্রের খবরের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের শিলিগুড়ি ডিভিশনের আধিকারিকরা জলপাইগুড়ি ন্যাশনাল হাইওয়ে ২৭ এ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে।
সেই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো মাত্রই তার হেফাজত থেকে বেরিয়ে আসে ১৯ টি সোনার বিস্কুট। সেই সময়ই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত গৌরব কুমার সাহাকে । জানা গিয়েছে উদ্ধার হওয়া সোনার ওজন ২ কিলো ২১৫ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৯৬৬ টাকা।
গৌরব কুমার সাহা ইন্দো বাংলাদেশ সীমান্ত হয়ে সোনা সহ ভারতের প্রবেশ করে , সোনা গুলি পাচারের উদ্দেশ্যে।
আজ ধৃত ব্যক্তিকে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য। পাশাপাশি এই সোনা পাচার চক্রের পিছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়েও ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা।