শিলিগুড়ি , ২৩ সেপ্টেম্বর : শিলিগুড়ি থানার ডাবগ্রামের বাসিন্দা সন্তোষ কুমার ভগতের বাড়িতে গত ২৩ জুলাই চুরি হয় । শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক পেশায় একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার সন্তোষ কুমার ভগত।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইঙ্গের সাদা পোশাকের পুলিশ । বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে ওই চুরির ঘটনার কিনারা করতে চেষ্টা চালাচ্ছিল শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইঙ্গের পুলিশ আধিকারিকরা ।
রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির টিকিয়াপাড়া থেকে সুজিত লামা ওরফে ট্যাপাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইঙ্গের পুলিশ । ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় চুরি হওয়া মোবাইল ফোন ।
ধৃত সুজিত লামা কে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পাশাপাশি উদ্ধার হওয়া মোবাইল ফোনটি আদালতের নিয়ম মেনে ওই বেসরকারি ব্যাংকের ম্যানেজার সন্তোষ কুমার ভগতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে শিলিগুড়ি পুলিশ।