September 23, 2024
Sevoke Road, Siliguri
দার্জিলিং রাজনীতি

Politics : বন্যা পরিস্থিতি দিয়ে আরজি কর ঘটনা থেকে মানুষের চোখ সরানোর চেষ্টা : সুকান্ত মজুমদার

শিলিগুড়ি , ২৩ সেপ্টেম্বর : মুখমন্ত্রীর বন্যা কবলিত এলাকা পরিদর্শন নিয়ে বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ | “মুখ্যমন্ত্রী চান যে গোটা পশ্চিমবঙ্গের নজর আরজিকর থেকে সরিয়ে বন্যায় ঘুরিয়ে দেওয়া। বন্যা পরিস্থিতি ভয়ংকর , সেটা আমরাও মানছি । আমরাও সহযোগিতা করছি । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সংবাদে শিরোনামে টিকে থাকতে । জনতা তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে । মমতা গেলেই পেটাবে । ওনাকে বেশি দূরে যেতে মানা করবো । উনি তো আমারও মুখ্যমন্ত্রী। কোনভাবে যদি তিনি চ্যাড়া কাঠ দেখে ফেলেন তাহলে আমারও তো মানসম্মান যাবে।” আজ এইভাবেই মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন তিনি |

এদিন কলকাতা থেকে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আজ এবং আগামীকাল শিলিগুড়ি ও হলদিবাড়িতে তার কর্মসূচি রয়েছে । স্টেশনে পৌঁছাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান |

পাশাপাশি এদিন গরুপাচার মামলায় জামিনে অনুব্রত মন্ডলের মুক্তির বিষয়ে তিনি বলেন , “জামিনে ছাড়া পেয়েছেন । মুক্তি পাননি । এখনও মামলা চলবে । আর মুখ্যমন্ত্রীর পাশে তো জেলখাটা আসামীদের দেখাই যায়। এবার অনুব্রত মন্ডলকেও দেখা যাবে। অসুবিধার কি আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *