November 24, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Rape : শীতলকুচি গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত তিন , ২৫ বছরের কারাদন্ড

কোচবিহার , ৭ সেপ্টেম্বর : আরজি কর কান্ডের মাঝে বড় রায় , গণধর্ষণ মামলায় | শীতলকুচি গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত তিন জন ।

দোষীদের ২৫ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা করে আর্থিক জরিমানা ঘোষণা করলেন বিচারক । জরিমানার টাকা যাবে ধর্ষিতার কাছে । আদালতে স্পষ্ট জানিয়ে দিলেন কোচবিহারের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক নয়ার আজাম খান।

দোষীরা হল ফিরোজ আলম মিঞা , একরামুল হক ও রাসেল মিঞা । শীতলকুচিতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ২০২১ সালে । দিনটা ছিল ২১ ডিসেম্বর । তরুণীর তরফ থানায় এফআইআর দায়ের করা হয় ২৩ ডিসেম্বর । 376D , SC ST নিরোধন আইন অনুযায়ী মামলা দায়ের হয়।

ঘটনার দিন শীতলকুচি যাচ্ছিলেন ওই তরুণী । কলেজে ঢোকার মুখে ওই তরুণীকে উঠতে বলে তিন জন । অপরাধীর মধ্যে ১ জন ছিলেন তার সহপাঠী । তাই গাড়িতে ওঠেন নির্যাতিতা । কলেজে না গিয়ে নির্যাতিতাকে মূল অভিযুক্ত নিয়ে যায় তার পিসির বাড়ি। সেখানেই ধর্ষণ করে সে । সেইসময় মোবাইলে দিয়ে ভিডিও করে অন্য এক অভিযুক্ত । পড়ে একে একে বাকিরাও গণধর্ষণ করে নির্যাতিতাকে । বাইরে বলে দিলে ভিডিয়ো ভাইরাল করে দেওয়ারও হুমকি দেওয়া হয় ।

নির্যাতিতা এসব জানায় তার এক সহপাঠীকে । সহপাঠী তাকে পরামর্শ দেয় নির্যাতিতার মা-কে সব বলার জন্যে। সেই মতো মা-কে জানায় নির্যাতিতা ।

গরীব পরিবারের মেয়ে । বাবা রাজ্যের বাইরে কাজ করতেন। স্ত্রীর কাছ থেকে খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন নির্যাতিতার বাবা। তারপর থানায় মামলা দায়ের হয়।

গণধর্ষণের মামলা শুরু করে শীতলকুচি থানার পুলিশ । মামলায় যুক্ত হয় SC-ST নির্যাতনের ধরা । মামলা চলে যায় DSP র‌্যাঙ্কের আধিকারিকদের কাছে । মাথাভাঙা SDPO মামলার দায়িত্ব নেন। তথ্যপ্রমাণ জোগাড় হয় । ফরেনসিক বিশেষজ্ঞ রিপোর্ট দেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *