November 24, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Jalpaiguri : গৌড়ীয় মঠের সুসজ্জিত রথ শহর পরিক্রমা করে

জলপাইগুড়ি , ৭ জুলাই : আকাশ একটু পরিষ্কার হতেই আজ দুপুর তিনটার পর রথ দেখতে কয়েক হাজার ভক্তদের ভিড় জলপাইগুড়িতে ।

মনে করা হয় দ্বারকার শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ দেবের রুপে অবস্থান করছেন । পুরীর প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা । রথের দিন তিনটি পৃথক রথ সাজিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ ও বলরাম ও সুভদ্রা। এই রথযাত্রা দেখতে প্রতিবছরই লক্ষ লক্ষ ভিড় করে এখানে। রথ মানে চাকা সহ কাঠের তৈরি গাড়ি ।

আজ রথ উৎসব । জলপাইগুড়ির গৌড়ীয় মঠের একটি সুসজ্জিত রথ জলপাইগুড়ি শহর পরিক্রমা করে । এদিন রথ দেখতে কয়েক হাজার মানুষের ভিড় ছিল এখানে । রথের দড়ি টানতে উৎসাহ মানুষের ভিড় লক্ষ্য করা যায় সাথে ছিল পুলিশের নিরাপত্তাও । জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রাণ কেন্দ্রগুলোতে গিয়ে রথ পরিক্রমা করে শেষে মাসির বাড়ি যোগোমায়া কালী বাড়িতে অবস্থান করে । আগামী সাত দিন এখানেই থাকবে এই রথ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *