November 22, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

University : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন !

শিলিগুড়ি , ৪ জুলাই : নিরাপত্তাহীনতায় ভুগছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা । সন্ধ্যা হলেই বিশ্ববিদ্যালয় বহিরাগতদের অবাধ প্রবেশ জায়গায় বসছে নেশার আসর। সেই অর্থেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আধিকারিকদের।

ক্যাম্পাসের রাস্তায় একাধিকবার সামনে এসেছে ছিনতাই এর ঘটনা । সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে ব্লক প্রশাসন মাটিগাড়া পঞ্চায়েত সমিতি , আঠারোখাই গ্রাম পঞ্চায়েত সহ মাটিগাড়া থানার পুলিশ আধিকারিকদের সাথে জরুরি বৈঠক করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডক্টর দেবাশীষ দত্ত ।

বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলঘরে এই বৈঠক আয়োজিত হয় | আজকের এই বৈঠক মূলত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে করা হয় | বিশ্ববিদ্যালয়ে পুলিশি টহলদারি , বিশ্ববিদ্যালয়ের ওয়াচ এন্ড ওয়ার্ড বিভাগকে আরো সক্রিয় করা , সীমানা প্রাচীর নির্মাণ সহ , বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে বয়ে যাওয়া মাগুরমারী নদী বর্তমানে ডাম্পিং রাউন্ডে পরিণত হয়েছে সে কারণেই জল জমছে বিশ্ববিদ্যালয়ের একাধিক জায়গায় এমন নানা বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *