November 22, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Investigation : চার কোটি টাকার সোনা সহ গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ১৪ জুন : ফের বড় সাফল্য কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের চার কোটি টাকার সোনা সহ গ্রেপ্তার ২ |

জানা গিয়েছে ১৩ তারিখ রাত বারোটা নাগাদ কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের শিলিগুড়ি শাখার আধিকারিকদের কাছে গোপন সূত্রের খবর আসে বাংলাদেশ থেকে ইসলামপুর হয়ে এক পাচারকারী তমলুকের উদ্দেশ্যে রওনা হচ্ছে | সেই খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের শিলিগুড়ি শাখার আধিকারিকরা অভিযান চালায় ইসলামপুর বাসস্ট্যান্ডে । অভিযান চালিয়ে সোনা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে । ধৃতের নাম সুরাজ শিবাজী পাওয়ার। ধৃতকে তল্লাশি চালানো মাত্রই তার কোমরের বেল্টের বিশেষ চেম্বার থেকে বেরিয়ে আসে তিন পিস সোনার বিস্কুট | যার ওজন প্রায় ৩ কিলো ৬৬০ গ্রাম । এই সোনা উদ্ধারের পর কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই সোনা গুলি সে দিয়েছে ইসলামপুরের এক সোনার দোকানদারকে ।

সেই তথ্য পাওয়া মাত্রই ১৩ তারিখ সকালে ফের ইসলামপুরের সেই সোনার দোকানে এবং সেই সোনার দোকানের মালিকের বাড়িতেও অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা | সেখান থেকে উদ্ধার হয় প্রায় ১ কিলো ৫০১ গ্রাম সোনার বিস্কুট সহ ৩৪ লক্ষ ৬৬ হাজার ৩০০ টাকা ক্যাশ । ইসলামপুরের সেই সোনার দোকানের ব্যবসায়ীর কাছে থেকে উদ্ধার হওয়া সোনার কোন কাগজ সেই ব্যবসায়ী দেখাতে না পারায় সেই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় |

কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা তদন্ত চালিয়ে জানতে পারে এই সমস্ত সোনা গুলি ফরেন গোল্ড। সেই সোনার দোকানের ব্যবসায়ীর কাছে থেকে যে ক্যাশ টাকা উদ্ধার হয়েছে সেই ক্যাশ টাকাও এর আগে করা সোনা পাচারের টাকা । এই সমস্ত তথ্য জানা মাত্রই কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিক দ্বারা গ্রেপ্তার করা হয় ইসলামপুরের সেই সোনার ব্যবসায়ী হোক যারা গিয়েছে দ্বিতীয় ধৃত ব্যক্তির নাম ভিমা সুভাষ বিভূতি ।


কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের এই অভিযানে উদ্ধার হওয়া মোট সোনার আনুমানিক ওজন প্রায় ৫ কিলো ১৬১ গ্রাম । যারা আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭১ লক্ষ ৪৯ হাজার ৮৬৯ টাকা । পাশাপাশি ৩৪ লক্ষ ৬৬ হাজার৩০০ টাকা ক্যাশ ।

আজ ধৃত দু’জনকে সোনা পাচারের অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হলে , ধৃত দুজনের জামিন খারিজ করে ১৪ দিনের জেল কস্টাডির নির্দেশ দেয় শিলিগুড়ি মহকুমা আদালতের মহামান্য বিচারপতি ।

পাশাপাশি জানা গিয়েছে এই দু’জনকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকেরা আরও বেশ কিছু নাম পেয়েছে যারা এই সোনা পাচার চক্রের সাথে যুক্ত রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসা তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *