শিলিগুড়ি , ১৬ মে : ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে একযোগে তিনটি সিম বক্স বাজেয়াপ্ত করল এনজেপি থানার পুলিশ । ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয় । যদিও বাজেয়াপ্ত করা সিম বক্সগুলোকে ঘিরে রহস্য ক্রমশ জোড়ালো হচ্ছে । সঠিক কি কাজে সে সব ব্যবহার করা হত তা জানতে মরিয়া পুলিশ।
জাল আধার , ভোটার কার্ডের কারবার চলছে সীমান্ত এলাকায় । গোপন সূত্র মারফৎ খবর পেতেই এসওজির সঙ্গে যৌথভাবে অভিযানে নামে এনজেপি থানার পুলিশ । সীমান্ত লাগোয়া জটিয়াখালি এলাকায় পৌঁছে হতবাক পুলিশ । কারণ যে মোবাইল দোকানের বিরুদ্ধে অভিযোগ সেখানে শুধু জাল নথির কারবার নয় , সেখান থেকে মিলেছে পরপর ৩টি সিম বক্স। তিনটি সিম বক্সে মোট ৯৩টি সিম কার্ড লাগানো ছিল । সেসব বাজেয়াপ্ত করার পাশাপাশি দোকানে থাকা এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।
সঠিক কি কাজে ব্যবহার হত সিম বক্স গুলো এ নিয়ে ধন্দে রয়েছে পুলিশ । শুরু হয়েছে তদন্ত । সাইবার বিভাগের সহযোগিতা নেওয়া হচ্ছে ঘটনার তদন্তে । রহস্যে মোড়া এই সিম বক্স গুলোর সাহায্যে সীমান্ত এলাকা থেকে কোনও অপরাধ মূলক কাজ সংঘটিত হত কিনা সেই দিকটি ও খতিয়ে দেখছে পুলিশ । যদিও এনিয়ে পুলিশের শীর্ষ কর্তারা এখনও কোনও মন্তব্য করেননি।