November 22, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Wood : চা পাতার আড়ালে কাঠ পাচারের ছক বানচাল , গ্রেপ্তার এক

শিলিগুড়ি , ১৪ মার্চ : প্রায় ১২ লক্ষ টাকার বর্মা কাঠ উদ্ধার । গ্রেপ্তার গাড়ির চালক |
গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল রাজ্য এসজিএসটি টিম ফুলবাড়ী পানিকৌড়ি টোল প্লাজা এলাকায় অভিযান চালায় | একটি ইউপি নম্বরের গাড়ি আটক করে তল্লাশি করতেই গাড়ির ভেতরে থাকা চা পাতার বস্তার নিচ থেকে বেরিয়ে আসে ১২ লক্ষ টাকার বর্মা কাঠ ।


অসম থেকে মহারাষ্ট্রে পাচার করা হচ্ছিল এই কাঠ গুলি । চা পাতার বৈধ বিল থাকলেও কাঠের কোন বৈধ বিল ছিল না গাড়ির চালকের কাছে । গাড়িটি আটক করার পাশাপাশি সাথে সাথেই বাজেয়াপ্ত করা হয় কাঠ গুলিকে | উদ্ধার হওয়া কাঠ এবং গাড়ির চালককে রাজ্য এসজিএসটি টিমের পক্ষ থেকে তুলে দেওয়া হয় শারুগাড়া রেঞ্জের বনকর্মীদের হাতে ।

শারুগাড়া রেঞ্জের বন কর্মীরা সমস্ত বিষয়ে তদন্ত করে গ্রেপ্তার করে গাড়ির চালক রাহুল খান কে । ধৃত রাহুল খান রাজস্থানের বাসিন্দা । আজ শারুগাড়া রেঞ্জের বন কর্মীদের পক্ষ থেকে ধৃত রাহুল খানকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । তদন্ত শুরু করেছে শারুগাড়া রেঞ্জের বন কর্মীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *