শিলিগুড়ি , ১০ জানুয়ারী : ন্যায় যাত্রায় পাহাড়ে যাবেন না রাহুল গান্ধী । কিন্তু লোকসভা নির্বাচনের আগে শৈলরানী দার্জিলিংয়ে প্রচারে আসবেন রাহুল গান্ধী অথবা প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন প্রদেশ কংগ্রেস সম্পাদক বিনয় তামাং। এদিন শিলিগুড়ির এক হোটেলে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়ে একটি সাংগঠনিক বৈঠক আয়োজিত হয় ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সম্পাদক ভিপি সিং, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার, বিনয় তামাং, সুজয় ঘটক সহ অন্যান্যরা।
দলীয় সূত্রে জানা গিয়েছে , ২৬ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে ন্যায় যাত্রার সুচনা করবেন রাহুল গান্ধী । অসমের ধুবড়ি থেকে যাত্রা শুরু হয়ে কোচবিহার, আলিপুরদুয়ার হয়ে জলপাইগুড়ি জেলায় প্রবেশ করবে। ২৭ ফেব্রুয়ারি ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফুলবাড়ি পৌঁছবে যাত্রা ৷ এরপর নৌকাঘাটে রাত্রি যাপন করার কথা রয়েছে রাহুল গান্ধীর ৷ পরের দিন বাগডোগরা , নকশালবাড়ি হয়ে ইসলামপুর , চোপড়া হয়ে উত্তর দিনাজপুর যাবেন ।