জলপাইগুড়ি , ১৭ অক্টোবর : সঠিক ভাবে যান চলাচল ও দর্শনার্থীদের ভীড় সামলাতে পুজোর দিনগুলোতে শহরকে যানজট মুক্ত রাখতে দুর্গা পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল জলপাইগুড়ি জেলা পুলিশ।
সোমবার সন্ধায় থানা মোড়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে শহরবাসী তথা দুর্গা পুজোতে দর্শনার্থীদের উদ্দেশ্যে এই গাউড ম্যাপ প্রকাশ করা হয় পুলিশের তরফে । উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক , পুলিশের উচ্চপদস্থ আধিকারিক , বিধায়ক সহ প্রশাসনের আধিকারিকরা।
পুলিশ সুপার জানান , পুজোর সময় প্রতিটি এলাকায় পুলিশের নজরদারি থাকবে | সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে । সেই সঙ্গে বিভিন্ন এলাকায় মোতায়েন থাকবে মহিলা পুলিশ । থাকবে সিভিক ভলান্টিয়ার।