শিলিগুড়ি , ২৩ অগাস্ট : ফুলবাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হল ২৫০০ টি মুরগির বাচ্চা।
মহিলাদের স্বনির্ভর করে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার । রাজ্য সরকারের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বুধবার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে ২২৫টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হল মুরগি বাচ্চা । পাশাপাশি মুরগি পালনের প্রশিক্ষণ দেওয়ার ও ব্যবস্থা করা হয় । মহিলারা মুরগির বাচ্চা হাতে পেয়ে যথেষ্টই খুশি এবং পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানান তারা ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলবাড়ি ২ প্রধান রফিকুল ইসলাম , ব্লক প্রানী সম্পদ বিকাশ আধিকারিক উমাশংকর সেন সহ অন্যান্যরা।