শিলিগুড়ি , ১০ অগাষ্ট : শিলিগুড়িতে ওয়েবেল আইটি পার্কে চলছিল কল সেন্টারের নাম করে প্রতারণা ।
কল সেন্টারের আড়ালে চলছিল প্রতারণা চক্র । শিলিগুড়ির মাটিগাড়ার ওয়েবেল আইটি পার্কে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার পুলিশের অভিযান । চারটি কলসেন্টারের অফিসে হানা দিল স্পেশাল অপারেশন গ্রুপ । ব্যাংক থেকে লোন করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার চক্রের ডেরায় পরিণত হয়েছে শিলিগুড়ির ওয়েবেল আইটি পার্ক । পাশাপাশি আরো নানান ভাবে এখান থেকেই কল সেন্টার চালিয়ে মানুষকে প্রতারিত করার অভিযোগ এর আগেও উঠেছে ।
এর আগেও ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও স্পেশাল অপারেশন গ্রুপ এই ওয়েবেল আইটি পার্কেই অভিযান চালিয়ে বেশ কয়েকটি কল সেন্টারের হদিস পেয়েছিল । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল বেশ কয়েকজনকে । এবার আবার সেই একই জায়গায় অবৈধভাবে চলছিল কল সেন্টার । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে স্পেশাল অপারেশন গ্রুপ।
বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় অভিযান। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানা স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার পুলিশ এই অভিযান চালায়। ওয়েবেল আইটি পার্কের ফেস টু এবং ফেস থ্রিতে তিন চারটি অফিসে আজ চলে অভিযান। জানা গিয়েছে এখান থেকেই প্রতারণার জাল বিছিয়েছিল কল সেন্টার কর্তৃপক্ষ । এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর কম্পিউটার , হার্ডডিস্ক সহ প্রচুর নথি । সমস্ত নথি , কম্পিউটার , হার্ডডিস্ক খতিয়ে দেখছে স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকরা এবং মাটিগাড়া থানার পুলিশ । এই চক্রে কারা কারা জড়িয়ে রয়েছে তাদের নাম জেনে তাদেরকে ডেকে জিজ্ঞেসাবাদ শুরু করতে শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম , স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানা ।