শিলিগুড়ি , ১ অগাষ্ট : খাঁচায় বন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি বাতাবাড়ি চা বাগান এলাকায় । গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি বাতাবাড়ি চা বাগান এলাকায় একটি পূর্ণ বয়স্কের চিতাবাঘ ঘোরাফেরা করতে দেখেন ওই এলাকার লোকজনরা । এদিকে চিতাবাঘের জন্য আতঙ্কে ভুগছিল স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা খবর দেন জলপাইগুড়ি বনবিভাগকে।
বনবিভাগের কর্মীরা সেই চা বাগান এসে পূর্ণবয়স্ক চিতাবাঘটিকে ধরার জন্য একটি খাঁচা পাতা হয় গত এক সপ্তাহে । তবে খাঁচা বসানোর সাত দিন পরেই খাঁচা বন্দি হল সেই পূর্ণবয়স্ক চিতাবাঘটি । মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা খাঁচা থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘের গর্জন শুনতে পায় ।
খবর চাউর হতেই বহু মানুষ ভিড় জমায় চিতাবাঘটি দেখতে ওই এলাকায়। পরে খবর পেয়ে জলপাইগুড়ি বনবিভাগের কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় ।