শিলিগুড়ি , ২৯ জুন : উত্তরবঙ্গ বঞ্চিত ফের একবার সুর তুললেন বিধায়ক শঙ্কর ঘোষ ।
গত পরশু আবহাওয়া খারাপের জন্য মুখমন্ত্রীর চপার জরুরি অবতরণ করা হয় সেবক আর্মি বেস ক্যাম্পে । সেই সময় পায়ে ও কোমরে চোট পায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শনে এসে বিধায়ক শঙ্কর ঘোষ সেই প্রসঙ্গ টেনে এনে বললেন উত্তরবঙ্গবাসী এতটাই অভাগা যে মুখ্যমন্ত্রীর প্রাথমিক চিকিৎসা দিতেও অক্ষম সমগ্র উত্তরবঙ্গ ।
উত্তরবঙ্গের সরকারি হাসপাতাল মেডিকেল কলেজ সহ বেসরকারি হাসপাতালের উপর ভরসা পায়নি মুখ্যমন্ত্রী । প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্যও মুখ্যমন্ত্রীকে নিয়ে যেতে হয় SSKM ।
উত্তরবঙ্গের এই চিকিৎসা ব্যবস্থার অবনতির জন্য তিনি দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রীকেই । অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদক্ষেপের দাবিও জানিয়েছেন শংকর ঘোষ।
যদিও এ বিষয়ে বর্তমান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শহরের মেয়র গৌতম দেব জানিয়েছেন ছোট থেকে হাতে চেগুয়েভারের ট্যাটু আঁকিয়ে ছাত্র রাজনীতি করে হঠাৎ করে ৩৬০ ডিগ্রি ঘুরে যে বিজেপিতে যোগদান করতে পারে তার কথার কোন উত্তর দিতে আমি বাধ্য নই। পাশাপাশি গৌতম দেব জানিয়েছেন এই সমস্ত অপ্রাসঙ্গিক কথা বলে নোংরা রাজনীতির চেষ্টা করা হচ্ছে ।