শিলিগুড়ি , ১৯ জুন : পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে কটি আসনে জয় পেয়েছে রাজ্যের শাসকদল ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা , তাদের জয় সে কটি আসনেই সীমিত থাকবে শিলিগুড়িতে এমনটাই জানালেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ।
পাহাড়ের দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জিটিএ এলাকায় একাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আর সেই জয়কেই এবার তীব্র কটাক্ষ করলেন সাংসদ রাজু বিস্তা।
সোমবার মাটিগাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্তা বলেন , যে কটা আসনে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা জয় পেয়েছে , তাদের জয় সে কটি আসনেই সীমিত থাকবে। তার থেকে আর বেশি আসনে জয় পাবে না তারা।”