November 21, 2024
Sevoke Road, Siliguri
আবহাওয়া

Cyclone : ঘূর্ণাবর্ত নিয়ে আশঙ্কার কালো মেঘ উপকূল সংলগ্ন এলাকায়

শিলিগুড়ি , ৩ মে : বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিয়ে আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছে উপকূল সংলগ্ন রাজ্যগুলিতে । তামিলনাড়ু, ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে বলে অনুমান আবহবিদদের। এর মধ্যেই বুধবার হাওয়া অফিস জানাল , ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় , তবে তা হতে পারে আগামী সপ্তাহের শুরুতেই । আগামী সপ্তাহের শুরুর দিক বলতে আগামী সোম থেকে বুধবার অর্থাৎ ৮ মে থেকে ১০ মে-র মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছে , একটি বিশেষ মডেলে ওই ঘূর্ণাবর্ত আরও শক্তি বাড়িয়ে আগামী সপ্তাহের শুরুতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে ঘূর্ণিঝড় আসুক বা না আসুক, এই সপ্তাহে শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝোড়ো হাওয়া এবং একই সঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।


					

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *