শিলিগুড়ি , ২৬ মার্চ : সোনা পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার তিন | ধৃতরা হল মুরারিলাল সোনি , সোনপাল সাইনি এবং শ্রী বৈজু । মুরারিলাল রাজস্থানের বাসিন্দা এবং বাকি দু’জন মথুরার বাসিন্দা।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা এয়ারপোর্ট মোড়ে অভিযান চালিয়ে একটি চার চাকার গাড়ি আটক করে তল্লাশি নেয় ডিআরআই।তল্লাশিতে গাড়ির ভেতরে একটি বিশেষ চেম্বার পাওয়া যায়।এরপর সেই চেম্বার খুলতেই সেখান থেকে ২৩ পিস সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেব ডিআরআই । যার কোনো বৈধ নথি ছিল না ।
ডিআরআই পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা জানান , ডিআরআই একটি গাড়ি থেকে ২ কেজি ৬৬৮ গ্রাম সোনা উদ্ধার করেছে । যার বাজার মূল্য ১ কোটি ৫৭ লাখ টাকার বেশি । উদ্ধার হওয়া সোনা দুবাইয়ের । ধৃতরা শিলিগুড়ির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক ব্যক্তি রাজকুমার আগরওয়ালের কাছ থেকে বিদেশী সোনা কেনার জন্য একটি চুক্তি করে । এরপর ব্যক্তিকে কিছু টাকাও দেয় তারা।এরপর সোনা নেওয়ার জন্য বৃন্দাবন থেকে শিলিগুড়ি পৌঁছায় । সোনা নিয়ে বৃন্দাবন যাওয়ার আগেই ডিআরআই দল তাদের গ্রেফতার করে।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।